ক্র্যাবনিউজ ডেস্ক
নিয়ন্ত্রণ হারিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একটি মাইক্রোবাস খাদে পড়ে চারজন আহত হয়েছেন। তারা সকলেই র্যাবের সদস্য ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে শনিবার (৭ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- ক্যাপ্টেন তৌফিক আহমেদ, করপোরাল জাহিদুল ইসলাম, নায়েক বেলাল হোসেন ও কনস্টেবল আক্কাস আলী।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সহকারী পরিচালক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, র্যাব-১১ এর সদস্যদের একটি আভিযানিক দল মাইক্রোবাসযোগে হবিগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে শাহবাজপুর এলাকায় সিএনজিচালিত একটি অটোরিকশাকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি পাশের খাদে পড়ে যায়। এতে চারজন র্যাব সদস্য আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।