নিজস্ব প্রতিবেদক :
করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি নিয়ে সরকারের শীর্ষ পর্যায়ের এক সভা সচিবালয়ে শুরু হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) দুপুর দেড়টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ সভা শুরু হয়।
সরাসরি ও ভার্চ্যুয়ালি এতে সংশ্লিষ্টরা অংশ নিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে একটা বড় সভা অনুষ্ঠিত হবে বলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম আগের দিন জানিয়েছেন।
তিনি বলেন, হাসপাতালের সিট বাড়িয়ে, চিকিৎসক বাড়িয়ে এগুলো (করোনা) নিয়ন্ত্রণ করা যায় না। ইউরোপের দেশগুলো দেখেন স্পেন, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, জার্মানি। জার্মানিতো অসহায় হয়ে পড়েছিল। ইন্ডিয়ার অবস্থা দেখেন কী হয়েছে। মানুষ যদি মাস্ক না পরে, দূরত্ব না মানে ইট উইল বি অলমোস্ট ইমপসিবল।
‘লকডাউন’ আর বাড়ানো হবে কিনা, কঠোর করা হবে কিনা এ বিষয়ে তিনি বলেন, আগামী বুধবার (২৮ জুলাই) আমরা সভা করবো। তারপর সিদ্ধান্ত।