শনিবার | ২৭ জুলাই ২০২৪
Cambrian

মহামারি নিয়ন্ত্রণে ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে করোনার টিকা

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
করোনা মহামারী নিয়ন্ত্রণে আজ মঙ্গলবার দুপুর দেড়টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা আড়াই ঘন্টার বৈঠক করেছেন সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা। বৈঠকে চলমান মহামারি নিয়ন্ত্রণে ইউনিয়ন পর্যায়ে গণটিকা কর্মসূচিকেই সমাধান হিসেবে বেছে নিয়েছেন সংশ্লিষ্টরা।
বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান উপিস্থত সাংবাদিকদের বলেছেন, আগামী ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে গণটিকা কর্মসূচি শুরু করা হবে। যে কেউ জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে নিজ ইউনিয়নের টিকা কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করতে পারবেন।
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
লকডাউন বাড়বে নাকী শিথিল হবে সাংবাদিককের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, আজ আমরা সে বিষয় নিয়ে বসিনি। ঘোষণা অনুয়ায়ী লকডাউন ৫ আগষ্ট পর্যন্ত চলবে।
পোশাক শিল্প মালিকদের প্রতিষ্ঠানে কাজ চালু করা বিষয়ক আবেদন নাকচ করা হয়েছে বলেও জানান মন্ত্রী।
প্রসঙ্গত, করোনায় মৃত্যুর সংখ্যা দিনদিন বৃদ্ধি পাওয়ায় মহামারি পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ সচিবালয়ে পূর্বনির্ধারিত বৈঠকে বসেন সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ