শনিবার | ২৭ জুলাই ২০২৪
Cambrian

মধ্যরাতে বুড়িগঙ্গায় তরুণীর ঝাঁপ

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
ঢাকার পোস্তগোলায় ‘স্বামীর সঙ্গে ঝগড়া করে’ এক তরুণী বুড়িগঙ্গা সেতু থেকে লাফিয়ে পড়েছেন বলে জানিয়েছে পুলিশ।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মনিরুজ্জামান বলেছেন, বৃহস্পতিবার মধ্যরাতে ওই ঘটনার পর নদীতে তল্লাশি চালিয়ে শুক্রবার বিকাল পর্যন্ত তার সন্ধান মেলেনি।
নুসরাত আক্তার মালা নামের ১৯ বছর বয়সী ওই তরুণীর গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ। ঢাকায় তিনি থাকতেন যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকায়।
এসআই মনিরুজ্জামান জানান, মালার স্বামী মুজিবুরকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে ‘যৌতুকের জন্য নির্যাতনের’ অভিযোগ করেছেন মালার স্বজনরা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সদরঘাট নৌ থানার ওসি কাইয়ুম আলী সরদার বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এক তরুণের সঙ্গে এক তরুণীকে বুড়িগঙ্গা সেতুর উপরে ঝগড়া করতে দেখা যায়।
“লোকজন এগিয়ে এলে তারা নিজেদের স্বামী-স্ত্রী বলে পরিচায় দেন। এর কিছুক্ষণ পর ওই তরুণী সেতুর উপর থেকে লাফিয়ে পড়ে।”
পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা বুড়িগঙ্গা নদীতে ওই তরুণীর সন্ধানে নামে। শুক্রবার বিকাল পর্যন্ত সেখানে অনুসন্ধান চলছিল বলে ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
মালার খালা আসমা বেগম বলেন, এক বছর আগে প্রেম করে মজিবুরকে বিয়ে করেন মালা।
“কিন্তু বিয়ের পর থেকেই তাদের মধ্যে অশান্তি লেগে ছিল। এমনকি আমাদের সামনেই মারধর করত।”
তিনি জানান, মজিবুরদের বাসা আগে যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকাতেই ছিল, কিন্তু মালার বিয়ের আড়াই মাস পর তার শাশুড়ি পটুয়াখালীতে গ্রামের বাড়ি চলে যান।
এরপর থেকে মজিবুর একটি মেসে থেকে মাস্ক তৈরির কাজ করতেন। আর মালা তার বাবা-মায়ের সঙ্গে মীর হাজিরবাগে থাকতেন। মাঝে মাঝে মজিবুর এসে মালাকে নিয়ে বের হতেন।
আসমা বেগম জানান, বৃহস্পতিবার রাতেও মজিবুরের সঙ্গে বের হন মালা। পরে রাতে খবর আসে, মালা সেতুর উপর থেকে লাফ দিয়েছেন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ