রবিবার | ৮ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

মতিঝিলে অগ্নিকান্ডে দুটি এসি বাস পুড়ে গেছে

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মতিঝিলে মধুমিতা সিনেমা হলের পেছনের একটি গ্যারেজে অগ্নিকাণ্ডে ‘সিল্ক লাইন’ নামের দুটি এসি বাস পুড়ে গেছে। বাস দুটি ওই গ্যারেজে রাখা ছিল। রোববার বেলা ১১টার দিকে আগুনের সূত্রপাত ঘটে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা এরশাদ হোসেন বলেন, মতিঝিলের মধুমিতা সিনেমা হলের পেছনে একটি গাড়ির গ্যারেজে রবিবার বেলা ১১টা ৫ মিনিটের দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। অল্প সময়ের ব্যবধানে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর আগেই ‘সিল্ক লাইন’র ওই এসি বাস দুটি ক্ষতিগ্রস্থ হয় বলে জানান ওই ফায়ার কর্মকর্তা। সিল্ক লাইন বাস ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করে থাকে।
কীভাবে আগুনের সূত্রপাত, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এ ছাড়া আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ