আন্তর্জাতিক ডেস্ক
হাইতির নিহত প্রেসিডেন্ট জোভেনেল মইসির প্রধান নিরাপত্তা কর্মকর্তা জিন লগুয়েল সিভিলকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। মইসি হত্যাকাণ্ডের তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে রাজধানী পোর্ট-অ-প্রিন্সের কাছে দেলমাসের একটি নির্জন কারাগারে রাখা হয়েছে।
৭ জুলাই রাতে নিজ বাসভবনে হত্যাকাণ্ডের শিকার হন জোভেনেল মইসি। এ সময় আহত হন স্ত্রী মার্টিন মইসি। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামির একটি হাসপাতালে চিকিৎসা নিয়ে গত শনিবার তিনি দেশে ফেরেন।
এএফপির এক প্রতিবেদনে বলা হয়, প্রধান নিরাপত্তা কর্মকর্তা জিন লগুয়েল সিভিল ওই হত্যাকাণ্ডের পরিকল্পনায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। সেদিন মাঝরাতে সশস্ত্র হামলাকারীরা প্রেসিডেন্টের নিরাপত্তা রক্ষীদের কোনো বাধা ছাড়াই মইসিকে হত্যা করে।
হাইতি পুলিশের মুখপাত্র মেরি মিশেল ভেরিয়ার এএফপিকে বলেন, গতকাল সোমবার সিভিলকে গ্রেপ্তার করেছে পুলিশ। মইসি হত্যাকাণ্ডের তদন্তের অংশ হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সিভিলের আইনজীবী রেনল্ড জর্জেস তাঁর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে এএফপিকে বলেন, তাঁর মক্কেলকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে গ্রেপ্তার করা হয়েছে। ওই ঘটনায় সিভিলসহ এ নিয়ে ১২ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে হাইতির পুলিশ।