শনিবার | ২৭ জুলাই ২০২৪
Cambrian

ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত নারীর অস্ত্রোপচার

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
চট্টগ্রামে প্রথম ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হওয়া ষাটোর্ধ্ব নারীর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আজ সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চার ঘণ্টা ধরে চলে এই অস্ত্রোপচার। হাসপাতালের চক্ষু, নাক-কান-গলা, মেডিসিনসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকেরা মিলিতভাবে এই অস্ত্রোপচার করেন।
এই নারী করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়েছিলেন। গত ২৫ জুন তাঁর জ্বর আসে। গত ৩ জুলাই পরীক্ষায় করোনাভাইরাস ধরা পড়ে। পরে ১৫ জুলাই পরীক্ষায় তিনি কোভিড নেগেটিভ হন। তবে এরপরে তাঁর নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়। ২৪ জুলাই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। তাঁর ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ রয়েছে।
এই নারীও ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন বলে গত ২৮ জুলাই তার মেয়ে জানিয়েছিলেন। মায়ের বিষয়ে তিনি প্রথম আলোকে বলেন, কোভিড থেকে সুস্থ হওয়ার পর প্রথমে তার দাঁতব্যথা হয়। এরপর মুখ ফুলে যাচ্ছিল। পরে চোখ ও চোখের আশপাশের জায়গায় লালচে কালো হয়ে যাচ্ছিল। তখন একজন চিকিৎসকের শরণাপন্ন হন তারা। ওই চিকিৎসক তার মায়ের সিটি স্ক্যান করতে দেন।
তিনি বলেন, রিপোর্ট আসার পর ব্ল্যাক ফাঙ্গাস বলে ধারণা করেন চিকিৎসকেরা। পরে ২৪ জুলাই মাকে চট্টগ্রামে মেডিকেলে ভর্তি করা হয়। ভর্তির পর একটি বেসরকারি প্রতিষ্ঠানে মায়ের বায়োপসি করতে দেওয়া হয়। সেই রিপোর্টে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়েছে।
চমেক হাসপাতালের সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, সকাল সাড়ে নয়টায় ওই নারীর শরীরে অস্ত্রোপচার শুরু হয়। বেলা দেড়টা পর্যন্ত চলে।
এদিকে চমেক হাসপাতালে ভর্তি হওয়া ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত আরেক পুরুষ রোগীর বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ সোমবার মেডিকেল বোর্ড বসার কথা রয়েছে। গত শনিবার ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ নিয়ে ৪৮ বছর বয়সী ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। তিনি কর্ণফুলী উপজেলার বাসিন্দা। তার করোনায় আক্রান্ত হওয়ার ইতিহাস নেই। তবে দাঁতের চিকিৎসা নিতে গিয়ে তাঁর ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ ধরা পড়ে। পরে নমুনা পরীক্ষায় পজিটিভ এলে চমেক হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
গত এপ্রিল ও মে মাসে ভারতে করোনার ডেলটা ধরনের প্রকোপের মধ্যে বেশ কয়েকটি রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ দেখা দেয়। কোভিড থেকে সেরে ওঠা বা সেরে ওঠার পর্যায়ে রয়েছেন, এমন রোগীদের এই ছত্রাকে সংক্রমণ ঘটে। রোগী বাড়তে থাকায় একপর্যায়ে ভারতে ব্ল্যাক ফাঙ্গাসকেও মহামারি ঘোষণা করা হয়।
সে সময় ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলেছিলেন, সাধারণত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও এইডসের মতো রোগে আক্রান্ত ব্যক্তিদের শরীরে এই ছত্রাকের সংক্রমণ ঘটে থাকে। আগে থেকে রোগ প্রতিরোধক্ষমতা কম থাকা এসব ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে আরও দুর্বল হয়ে পড়েন। রোগ প্রতিরোধক্ষমতা কমে আসার সেই সুযোগে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ ঘটে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ