শনিবার | ২৭ জুলাই ২০২৪
Cambrian

ব্রিসবনে লকডাউন প্রত্যাহার, সিডনিতে বহাল

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
সংক্রমণ কমায় অস্ট্রেলিয়ার তৃতীয় বৃহত্তম শহর ব্রিসবন থেকে রোববার লকডাউন তুলে নেয়া হয়েছে।অন্যদিকে সিডনিতে সংক্রমণ বেড়ে যাওয়ায় সেখানে গত কয়েকসপ্তাহ ধরে লকডাউন চলছে।
ব্রিসবনে একশ’রও বেশি করোনা রোগী শনাক্ত হয়। গত আটদিন ধরে সেখানে লকডাউন জারি ছিল।
কুইন্সল্যান্ডের ডেপুটি প্রধানমন্ত্রী স্টিভেন মাইলস বলেছেন, আপাতত ভাইরাস নিয়ন্ত্রণে আনা গেছে যা অবিশ্বাস্য অর্জন।
সাংবাকিদের তিনি বলেন, মাত্র আট দিনের লকডাউনে ডেল্টা ধরণের এই ভাইরাস নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে শহর ছেড়ে যাওয়া এবং লোকজনের জড়ো হওয়ার ওপর নিষেধাজ্ঞা অন্তত আরো দুই সপ্তাহ বহাল থাকবে।
এছাড়া অষ্ট্রেলিয়ার বৃহত্তম শহর সিডনিতে সপ্তম সপ্তাহের লকডাউন চলছে।
এদিকে নিউ সাউথ ওয়েলস রাজ্যে রোববার ২৬২ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে রাজ্যটিতে আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে।
রাজ্য প্রধানমন্ত্রী গ্লেডিস বেরেজিকলিয়ান বাসিন্দাদের দ্রুত টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন। অষ্ট্রেলিয়ার আড়াই কোটি জনসংখ্যার মধ্যে মহামারি শুরুর পর এ পর্যন্ত প্রায় ৩৬ হাজার লোক করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ৯৩৫ জন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ