প্রিয় দল ব্রাজিলের হার সইতে না পেরে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে এক ভক্ত। রবিবার (১১ জুলাই) সকালে কোপা আমেরিকার ফাইনাল খেলায় আর্জেন্টিনার কাছে ব্রাজিল হেরে যাওয়ার পর কক্সবাজারের রামুতে এ ঘটনা ঘটে।
বিষপানকারীর নাম মো. কামাল (২০) । তিনি রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের উত্তর চাকমারকুল গ্রামের আমির হোসেনের ছেলে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় আবুল কাসেম জানান, কামাল ব্রাজিলের কট্টর সমর্থক। রবিবার সকালে কোপা আমেরিকার ফাইনাল আর্জেন্টিনার কাছে এক গোলে ব্রাজিলের হারের পর কামাল মানসিকভাবে ভেঙে পড়েন এবং এক পর্যায়ে বিষপান করেন। বিষপানের পর তাকে প্রথমে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার এফাজুল হক এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ’বিষপান করা কামাল নামে এক যুবককে হাসপাতালে আনা হলে প্রাথমিকভাবে তার পাকস্থলী পরিষ্কার করা হয়। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শুনেছি তিনি ব্রাজিলের সমর্থক এবং ব্রাজিল হেরে যাওয়ায় বিষপান করেছে।’