মঙ্গলবার | ১০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

ব্রণ দূর করতে করণীয়

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
ত্বকে ভেষজ ব্যবহারের সুবিধাটা হলো এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া থাকে না। বরং একটা সমস্যা সারাতে গিয়ে বোনাস হিসেবে অন্য উপকারও পাওয়া যায়। ব্রণ সমস্যা দূর করতে রয়েছে এমনই কিছু উপকারী ভেষজ, যেগুলো ত্বকের অন্য উপকারেও আসবে।
দারুচিনি পিষে তাতে লেবুর রস দিন। ১০-১৫ দিন ব্যবহার করুন।
মেথি শাকের পাতা বাটা ব্রণে ৩০ মিনিট রেখে পরে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে দিনে একবার করে চালিয়ে যান টানা একমাস।
মধু ব্যাকটেরিয়া ধ্বংস করে। তাই সরাসরি মধুও লাগাতে পারেন ব্রণে।
অনেক ফলের খোসাও এক্ষেত্রে কাজ করে। ডালিমের খোসা চূর্ণ করে তাতে লেবুর রস মেখে লাগান। এ কাজে ডালিমের শুকনো খোসাটাই বেছে নিন।
নিয়মিত পাকা টমেটোর রস ব্রণে লাগিয়ে ঘণ্টাখানেক রেখে দিন। এরপর ধুয়ে ফেলুন। টমেটোর ভিটামিন এ ও সি ত্বকের স্বাস্থ্য ঠিক রাখে।
দুধ ও জায়ফল একসঙ্গে মিশিয়ে ব্রণের ওপর লাগিয়ে রাখুন। এভাবে ১৫ দিন ব্যবহার করুন।
আরেকটি কার্যকর উপাদন হলো রসুন। ব্রণে রসুন বাটা লাগালে দাগও চলে যায়।
কমলার খোসা পানি দিয়ে পেস্ট করে ব্রণে ২০-৩০ মিনিট লাগিয়ে রাখুন। ২০ দিন ব্যবহার করুন।
ত্বক তৈলাক্ত হলে মুলতানি মাটি, লেবুর রস, টকদই মিশিয়ে পেস্ট বানিয়ে ব্রণের দাগে লাগান। অন্য দাগ দূর করতেও এই পেস্ট খুব কাজের।
রূপচর্চায় কাঁচা হলুদের ব্যবহার অনেক দিনের। কাঁচা হলুদ বাটা ব্রণ দূর করতেও কাজ করে।
পাকা কলার পেস্ট ব্যবহার করলেও অনেকের ব্রণ চলে যাবে।
রসুন ও লং মিশিয়ে পেস্ট বানান। ঘুমানোর আগে ব্রণে মেখে রাখুন। অন্য দাগ থাকলে তাতেও লাগান।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ