স্পোর্টস ডেস্ক
আগের ম্যাচ শেষে যে আভাস দিয়েছিলেন মিচেল সোয়েপসন, সেটাই সত্যি হয়েছে। সিরিজে প্রথমবার তিন স্পিনার নিয়ে খেলছে অস্ট্রেলিয়া। টিকে গেছেন সোয়েপসন, বিশ্রাম কাটিয়ে ফিরেছেন আরেক লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পা।
অভিষেকে হ্যাটট্রিক করার পরও বাদ পড়েছিলেন ন্যাথান এলিস। ফিরেছেন এই পেসার। বিশ্রাম দেওয়া হয়েছে দুই পেসার জশ হেইজেলউড ও অ্যান্ড্রু টাইকে। এই ম্যাচেও নেই মিচেল স্টার্ক।
অস্ট্রেলিয়া একাদশ: বেন ম্যাকডারমট, অ্যালেক্স কেয়ারি, মিচেল মার্শ, মোইজেস হেনরিকেস, ম্যাথু ওয়েড (অধিনায়ক), অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, মিচেল সোয়েপসন, অ্যাডাম জ্যাম্পা, ন্যাথান এলিস।
বাংলাদেশ দলে দুই পরিবর্তন
টানা চার ম্যাচ একই একাদশ নিয়ে খেলা বাংলাদেশ এনেছে দুটি পরিবর্তন। এর একটি বাধ্য হয়ে। চোটের জন্য নেই শরিফুল ইসলাম। বাঁহাতি এই পেসারের জায়গায় দলে এসেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন। শামীম হোসেনের জায়গায় খেলছেন মোসাদ্দেক হোসেন।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হাসান, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।
টস জিতল বাংলাদেশ
টানা দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতলেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ। অনুমিতভাবে তিনি নিয়েছেন ব্যাটিং।
সিরিজ খোয়ানোর পর ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছে অস্ট্রেলিয়া। চতুর্থ ম্যাচে জিতে পেয়েছে প্রথম জয়ের স্বাদ। ওই হারের ধাক্কা সামাল দিয়ে জয় দিয়ে সিরিজ শেষ করতে চায় বাংলাদেশ।
পাঁচ ম্যাচ সিরিজের শেষ ম্যাচে সোমবার মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়।
প্রথম চার ম্যাচে রানের জন্য লড়াই করতে হয়েছে ব্যাটসম্যানদের। ওভার প্রতি রান এসেছে কেবল ৫.৮৬। টি-টোয়েন্টির ইতিহাসে তিন বা এর বেশি ম্যাচের কোনো সিরিজে যা মন্থরতম।
সিরিজ জুড়েই দাপট দেখাচ্ছেন বোলাররা। শেষ ম্যাচেও ব্যাটসম্যানদের সামনে অপেক্ষা করছে আরেকটি কঠিন পরীক্ষা। এই পরীক্ষায় জিতে শেষটা ভালো করার দিকে তাকিয়ে বাংলাদেশ।