নিজস্ব প্রতিবেদক
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ওষুধসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে।
তারা হচ্ছেন- ফয়সাল মোবারক, নাসির, ওহিদুল, মামুন, রবিন, ইব্রাহিম, আবু নাঈম ও ফয়সাল।
গত বৃহস্পতিবার থেকে রবিবার রাত পর্যন্ত ঢাকা, সাভার ও পিরোজপুর এর নেছারাবাদ বিসিক শিল্প এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তদের গ্রেফতার করা হয়।
আজ সোমবার দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার।
তিনি বলেন, মানুষের জীবন রক্ষায় বহুল ব্যবহৃত ‘মন্টিলুকাস্ট, ওমিপ্রাজল ও সেফিক্সিম’ গ্রুপের নকল ঔষধ তৈরি ও বিক্রির তাদের গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিঃ এর সেফ-৩, সেকলো-২০, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের মনটেয়ার ১০, জেনিথ ফার্মাসিউটিক্যালসের ন্যাপ্রোক্সেন প্লাস, একমি ল্যাবরেটরিসের মোনাস ১০, ক্যালসিয়াম ট্যাবলেট ও স্যালাইন এবং ঔষুধ তৈরির যন্ত্রপাতিসহ বিপুল পরিমান ঔষুধ তৈরির ডায়াস জব্দ করা হয়।
ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে আমাদের জনজীবন যখন বিপর্যস্ত তখন একটি অসাধু চক্র এ অতিমারীতে নকল ঔষধ বাজারজাত করছে।
তিনি বলেন, এ চক্রের মূলহোতা গ্রেফতারকৃত ফয়সালের নামে সাভার ও ফিরোজপুরে দুটি কারখানা আছে। সে ভূয়া ড্রাগ লাইসেন্স নিয়ে নকল ঔষধ তৈরি করে। ফয়সাল মূলত আতিয়ার নামক এক কেমিষ্টের কাছ থেকে বাজারে ব্যাপক প্রচলিত নামীদামি ব্র্যান্ডের ওষুধের ফর্মুলা নিয়ে মিটফোর্ডের কেমিক্যাল ব্যবসায়ী মুহিবের কাছ থেকে কেমিক্যাল সংগ্রহ করে তার কারখানায় এসব ঔষুধ তৈরি করতো। নকল ওষুধ তৈরির পর মিটফোর্ডের কয়েকটি গ্রুপ তা বাজারজাত করতো।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত নাঈম এসব নকল ঔষধের জন্য সব প্যাকেজিং ম্যাটেরিয়াল তৈরি করে দিতো। গ্রেফতারকৃত ফয়সাল, নাসির, ওহিদুল, মামুন, রবিন, ইব্রাহিম, আবু নাঈম, ফয়সাল ও তাদের সহযোগীরা তৈরিকৃত এসকল নকল ঔষধ বাজার মূল্যের ছেয়ে নামমাত্র মূল্যে দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করতো। গ্রেফতারকৃতরা ইউএসবি কুরিয়ার, এসএ পরিবহন, সুন্দরবন কুরিয়ারসহ বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে এসকল ঔষধ পাঠাতো।
তিনি বলেন, ‘নন ফার্মাসিউটিক্যালস গ্রেডের এসব কেমিক্যাল সেবনের ফলে মানুষের কিডনি, লিভার, হৃদযন্ত্র এবং শ্বসনতন্ত্রে মারাত্মক ক্ষতি হতে পারে। করোনাকালীন সময় মানুষ এসকল নকল ঔষধ গ্রহণের কারণে স্বাভাবিক অর্থে সুস্থ হওয়ার পরিবর্তে তারা আরো মৃত্যুর দিকে ধাবিত হবে। এধরণের কার্যক্রম হত্যাকান্ডের চেয়ে কোন অংশে কম নয়।’
গ্রেফতারদের বিরুদ্ধে ঢাকার কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।
গোয়েন্দা কোতয়ালী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুর রহমান আজাদ এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।