আন্তর্জাতিক ডেস্ক
বিজেপি ছাড়লেন ভারতের সাবেক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা আসানসোল আসনের সংসদ সদস্য বাবুল সুপ্রিয়। শনিবার এক ফেসবুক পোস্টে দল ছাড়ার কথা ঘোষণা দেন তিনি।
পাশাপাশি, অন্য কোনো দলে আপাতত যোগ দিচ্ছেন না বলেও জানান তিনি। তার কথায়, “সমাজসেবার কাজ করতে হলে কোনো দলে থাকতে হয় না। পরিবারের সকলের সঙ্গে আলোচনা করে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম।’
২০১৪, ২০১৯ পরপর দুবার আসানসোল থেকে বিরাট ব্যবধানে জিতে বিজেপি সাংসদ হন বাবুল সুপ্রিয়। দু’বারই প্রতিমন্ত্রী হন। কিন্ত পূর্ণ মন্ত্রিত্ব পাওয়া হয়নি তার। এবার তো মন্ত্রিত্বের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তাকে সরিয়ে দেওয়া হয়। ফেসবুকে তা নিয়ে উষ্মাও প্রকাশ করেছিলেন তিনি। এরপর থেকেই তাকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে জল্পনা চলছিল। এদিন সব জল্পনার অবসান ঘটিয়ে বিজেপি ছাড়লেন তিনি।