স্পোর্টস ডেস্ক
এএফসি এশিয়ান কাপে মেয়েদের বাছাই পর্বের ‘জি’ গ্রুপের খেলা হতে যাচ্ছে নিরপেক্ষ ভেন্যু উজবেকিস্তানে। মেয়েদের ফুটবলের এই গ্রুপে বাংলাদেশ ছাড়াও আছে ইরান, জর্ডান। সাবিনা-কৃষ্ণারা সেখানে প্রথম ম্যাচে ১৯ সেপ্টেম্বর জর্ডানের মুখোমুখি হবে।
এর পর আগামী ২২ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ইরানের। গ্রুপ চ্যাম্পিয়ন দল খেলবে চূড়ান্ত পর্বে। গ্রুপ পর্ব খেলার আগে আবার বাংলাদেশ দলের নেপালে গিয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা আছে। সেখান থেকেই সাবিনাদের উজবেকিস্তান যাওয়ার কথা।
প্রসঙ্গত, এশিয়ান কাপের গ্রুপ পর্ব বাংলাদেশের সিলেটে হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে সেটি হতে পারেনি।