শনিবার | ২৭ জুলাই ২০২৪
Cambrian

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ ৩ আগস্ট শুরু

spot_img
spot_img
spot_img

স্পোর্টস ডেস্ক 

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৩ আগস্ট থেকে শুরু হবে এই সিরিজ। মহামারীকালের অন্যান্য সিরিজের মতো এই সিরিজও হবে জৈব-সুরক্ষা বলয়ে।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, এক সপ্তাহে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। সবকটি ম্যাচ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বিসিবি জানায়, এই সিরিজ খেলতে এক সপ্তাহ পর আগামী বৃহস্পতিবার ঢাকায় আসছে অস্ট্রেলিয়া দল। অ্যারন ফিঞ্চের নেতৃত্বে দলটি ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে সেখান থেকে সরাসরি আসবে বাংলাদেশে।

সিরিজের প্রথম ম্যাচ আগামী ৩ অগাস্ট। দ্বিতীয় ম্যাচটি পরদিনই। পরের তিন ম্যাচ ৬, ৭ ও ৯ অগাস্ট।
সবগুলি ম্যাচই দিনরাতের। তবে ম্যাচ শুরুর সময় এখনও চূড়ান্ত হয়নি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ এটিই। এখন পর্যন্ত এই সংস্করণে চারবার মুখোমুখি হয়েছে এই দুই দল। সবকটিই টি-টোয়েন্টি বিশ্বকাপে এবং সব ম্যাচেই জিতেছে অস্ট্রেলিয়া।

বাংলাদেশে অস্ট্রেলিয়া সর্বশেষ এসেছে ২০১৭ সালে। সেবার ছিল শুধু দুই ম্যাচের টেস্ট সিরিজ, যেটা হয়েছিল ১-১ ড্র।

অস্ট্রেলিয়ার এই সফর নিশ্চিত হয়েছিল বেশ আগেই। তবে সুরক্ষা বলয় কঠোর করা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার কিছু চাওয়া ছিল, যা নিয়ে দুই দেশের বোর্ডের আলোচনা চলছিল। অবশেষে দুই পক্ষ একমত হওয়ার পর চূড়ান্ত হলো সূচি।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ