স্পোর্টস ডেস্ক
বৃষ্টির কারনে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার আজকের তৃতীয় টি-টুয়েন্টিতে টস হতে বিলম্ব হচ্ছে। বিকেল ৫টা ৩০ মিনিটে টস হবার কথা ছিলো। আর সন্ধ্যা ৬টায় খেলা শুরুর কথা।
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।
প্রথম ম্যাচে ২৩ রানে ও দ্বিতীয়টিতে ৫ উইকেটে জয় পায় বাংলাদেশ। আর তৃতীয় ম্যাচ জিতলে, দুই ম্যাচ বাকী রেখে আগেভাগেই সিরিজ জয় নিশ্চিত করবে মাহমুদুল্লাহর দল।