স্পোর্টস ডেস্ক : শেষ বলে এসে আর বাঁচলেন না আফিফ। মিচেল স্টার্কের টি-টোয়েন্টির ৫০তম শিকার হওয়ার আগে ১৭ বলে ২৩ রান করেছেন এই বাঁহাতি। বাংলাদেশ আটকে গেছে ১৩১ রানেই।
স্টার্কের প্রথম ওভারেই ছয় মেরে শুরু করেছিলেন নাঈম, তবে সে ওভারেই পাঁচ বলের ডট যেন পুরো ইনিংসেরই চিত্র। বাংলাদেশ ঠিক গতিটাই ধরতে পারেনি এ উইকেটে। নাঈম বল খেলেছেন বেশী, সৌম্য সরকার শুরু থেকেই নড়বড়ে ছিলেন। শেষ পর্যন্ত আলগা শটে ফিরেছেন।
মাহমুদউল্লাহও স্বস্তিতে ছিলেন না। সাকিব শুরু করেছিলেন, তবে গিয়ার বদলানোর আগেই ফিরতে হয়েছে তাঁকে। শেষদিকে নুরুল বা শামীমও ঝড় ধরনের কিছুই তুলতে পারেননি। আফিফ যা একটু চেষ্টা করেছিলেন। ইনিংস গড়ার কাজে গড়বড় করে বেশ কঠিন এক চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে এর আগে কখনোই এতো কম রানের সম্বল নিয়ে জেতেনি বাংলাদেশ।