নিজস্ব প্রতিবেদক
সৌদি সরকারের অনুমতিক্রমে বাংলাদেশ থেকে ওমরাহ কার্যক্রম শুরু হয়েছে।
ওমরাহ পালনের ক্ষেত্রে সৌদি সরকার কর্তৃক আরোপিত শর্তাবলি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ সংক্রান্ত ওয়েবসাইট (www.hajj.gov.bd) এ প্রকাশ করা হয়েছে।
বুধবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে করোনাভাইরাসে কারণে দীর্ঘদিন বন্ধ ছিল ওমরাহ ভিসা।
সম্প্রতি ওমরাহ পালনের নিষেধাজ্ঞা শিথিল করে সৌদি আরব। তবে মুসল্লিদের জন্য কিছু শর্ত দেয়া হয়।
আনোয়ার হোসাইন বলেন, ১১ অগাস্ট থেকে ওমরাহ পালনের দোয়ার খুললো।
তিনি বলেন, শুরু হলেতো আর আজ থেকে কেউ ওমরাহ পালন করতে যেতে পারবেন না। ‘প্রসেস’ করতে একটু সময় লাগবে।
শর্তগুলো কী জানতে চাইলে তিনি বলেন, ওমরাহ পালনের এজেন্সির জন্য অনেক শর্ত রয়েছে।
তবে ব্যক্তির জন্য শর্ত হলো যিনি ওমরাহ পালন করতে যাবেন তাকে অবশ্যই দুটি খোঁজ ভ্যাকসিন নিতে হবে আর বয়স ১৮ বা এর বেশি হতে হবে।