নিজস্ব প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মেরুল বাড্ডা আফতাব নগরে ইষ্টার্ণ হাউজিংয়ের সাইট অফিসে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে মেরুল বাড্ডা আফতাব নগরে ইষ্টার্ণ হাউজিংয়ের সাইট অফিসে এই কর্মসূচির আয়োজন করে ইষ্টার্ণ হাউজিং। সকালে আফতাবনগরের স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষার্থীরা কোরআন খতম করেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইষ্টার্ণ হাউজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ধীরাজ মালাকার, উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. খন্দকার শওকত হোসেন, পরিচালক ডা. এ এ ওয়াহাব খান, ঢাক উত্তর সিটির ২১ নং ওয়ার্ড কাউন্সিলর তাপস গনি মাসুম ও ইষ্টার্ণ হাউজিংয়ের সকল কর্মকতা-কর্মচারিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।