শনিবার | ২৭ জুলাই ২০২৪
Cambrian

ফ্লোরিডার ভবন ধসে ৯৮ জনের মৃত্যু

spot_img
spot_img
spot_img

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ধসে পড়া ১২তলা ভবনের নিখোঁজ শেষ বাসিন্দার দেহাবশেষ খুঁজে পাওয়ার পর শনাক্ত করা হয়েছে, এতে এ দুর্ঘটনায় মৃত্যুর চূড়ান্ত সংখ্যা ৯৮ জনে দাঁড়িয়েছে।
সোমবার মায়ামি-ডেইড কাউন্টির কর্মকর্তারা এসব কথা জানিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
স্থানীয় সময় ২৪ জুন প্রথম প্রহরে মায়ামি শহরের সার্ফসাইড এলাকার ৪০ বছরের পুরনো চ্যামপ্লেইন টাওয়ার্স সাউথ অ্যাপার্টমেন্ট ভবনের বড় একটি অংশ হঠাৎ করে ধসে পড়ে। ভবনটির অধিকাংশ বাসিন্দা তখন ঘুমিয়ে ছিলেন।
এক সংবাদ সম্মেলনে কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজের তালিকায় থাকা শেষ জন স্টেল হিদেয়ারের (৫৪) দেহাবশেষ ২০ জুলাই উদ্ধারকারী দলগুলো খুঁজে পায়, এরপর কয়েকদিন ধরে চলা মেডিকেল পরীক্ষায় তার পরিচয় শনাক্ত হওয়ার পর তা ঘোষণা করা হয়।
ধ্বংসস্তূপে মায়ামি-ডেইড দমকল বিভাগের দিনরাত ধরে চলা তল্লাশি অভিযান ২৩ জুলাই বন্ধ করা হয়।
সংবাদ সম্মেলনে মায়ামি-ডেইড কাউন্টির মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা বলেন, “নিখোঁজ শেষ জনের খোঁজ পাওয়ার পর শনাক্ত করে তার পরিবারকে জানানো হয়েছে।”
এই ভবন ধসের ঘটনায় ৯৭ জন ধ্বংসস্তূপে চাপা পড়ে নিহত হয়েছেন, শুধু একজন হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন। ধ্বংসস্তূপের ভেতরে জীবিত কারও খোঁজ পাওয়া যায়নি।
কী কারণে ভবনটি ধসে পড়েছে তা এখনও নির্ণয় করা যায়নি। এ নিয়ে শুরু হওয়া তদন্ত অব্যাহত আছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ