শনিবার | ২৭ জুলাই ২০২৪
Cambrian

২৩ বছর পর স্বজন খুঁজে পেলেন

spot_img
spot_img
spot_img

প্রিয়দেশ ডেস্ক
২৩ বছর ধরে নিখোঁজ থাকার পর ক্ষেতলাল থানা পুলিশের সহায়তায় বাড়ি ফিরে গেলেন শেখ আবু তালেব (৬০) নামে এক ব্যাক্তি।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্রনাথ মন্ডল জানান, মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার কবুতরখোলা গ্রামের মৃত শেখ সাবেক আলীর একমাত্র ছেলে শেখ আবু তালেব। গত ২৭ জুলাই ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থতা জনিত কারণে ভর্তি হন। নাম-ঠিকানা হীন অবস্থায় ভর্তি হওয়ার কারণে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আতাউর রহমান বিষয়টি ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানায়। আবু তালেবের কথার সূত্র ধরে ক্ষেতলাল থানা পুলিশ বিষয়টি নিয়ে শ্রীনগর থানার মাধ্যমে যোগাযোগ করেন এবং আত্মীয়স্বজনদের খবর দেন। এ অবস্থায় নিখোঁজ ব্যাক্তি শেখ আবু তালেবের দুই ভাগিনা মোস্তাফিজুর রহমান ও বেলাল হোসেন জয়পুরহাটে ছুটে আসেন। গতকাল বিকেলে ক্ষেতলাল থানা পুলিশ ২৩ বছর ধরে নিখোঁজ হওয়া শেখ আবু তালেবকে তাদের হাতে তুলে দেন। ভাগিনা মোস্তাফিজুর রহমান জানান, মামা শেখ আবু তালেব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এপলাইড ফিজিক্সে মাষ্টার্স করেন। মাথায় একটু সমস্যা থাকায় তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে যাননি। মোস্তাফিজুর ও বেলাল হোসেন সেই সময় অনেক ছোট থাকায় কি ঘটনায় তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে যায়নি তা বিস্তারিত বলতে পারেনি। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্রনাথ মন্ডল বলেন, জয়পুরহাটের বিভিন্ন এলাকায় থেকে শেখ আবু তালেব গাছের চারার গ্রাফ্টিং কাজ করতেন। এ ভাবে দিনমজুরী করে তিনি দীর্ঘ সময় অতিবাহিত করেছেন। কিছুটা স্মৃতিহ্রাস ঘটেছে বলেও জানান তিনি।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ