শনিবার | ২৭ জুলাই ২০২৪
Cambrian

পুরু ত্বকের ক্ষেত্রে ভুল তথ্য দিতে পারে অক্সিমিটার

spot_img
spot_img
spot_img

স্বাস্থ্য ডেস্ক

যুক্তরাজ্যের সরকারি স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ (এনএইচএস) এক সতর্কবার্তায় জানিয়েছে, গাঢ় ত্বকের করোনা রোগীদের ক্ষেত্রে বাড়িতে অক্সিজেন লেভেল পর্যবেক্ষণের যন্ত্র ভুল তথ্য দিতে পারে। শনিবার (৩১ জুলাই) এসব জানিয়েছে খালিজ টাইমস।
প্রতিবেদনে বলা হয়, বর্তমানে গুরুতর কোভিড উপসর্গের ঝুঁকিতে থাকা অনেকেই তাদের রক্তে অক্সিজেনের মাত্রা পরীক্ষা করতে অক্সিমিটার ব্যবহার করছেন। এনএইচএস এক বিবৃতিতে বলেছে, গাঢ় ত্বকের রোগীদের ক্ষেত্রে অক্সিমিটার উচ্চ অক্সিজেন মাত্রা দেখাতে পারে এমন রিপোর্ট পাওয়া গেছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়মিত পরীক্ষা করা যে, মাত্রা নিচে যাচ্ছে কিনা।
ব্রিটেনে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন এক লাখ ২৯ হাজার ৫৮৩ জন। এদিকে স্বাস্থ্যসেবা সংস্থাটির বর্ণ ও স্বাস্থ্য পর্যবেক্ষণ বিভাগের পরিচালক হাবিব নকভি জানিয়েছেন, কালো এবং এশিয়ার বৈচিত্র্যপূর্ণ সম্প্রদায়ের মানুষদের বিষয়টি প্রভাবিত করছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ