সোমবার | ৯ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

পিছু হটছে না তালেবান, ১০ প্রাদেশিক রাজধানী দখল

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
গত এক সপ্তাহে আফগানিস্তানের অন্তত ১০ টি প্রাদেশিক রাজধানী নিয়ন্ত্রণে নিয়েছে তালেবান। বিদ্রোহীদের দ্রুত অগ্রগতির মুখে দেশটি নিজেদের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়ালি মোহাম্মদ আহমদজাইকে সরিয়ে নতুন সেনা প্রধান নিয়োগ দেয়া হয়েছে। এখনও তালেবানকে পিছু হঠানো যায়নি।
অন্যদিকে আজ বৃহস্পতিবার পর্যন্ত দেশটির ৩৪টি প্রাদেশিক রাজধানীর মধ্যে ১০টি তালেবানের নিয়ন্ত্রণে চলে গেছে বলে বিবিসি জানিয়েছে।
বুধবার কান্দাহার ও গজনি শহরে তীব্র লড়াই চলার খবর পাওয়া গিয়েছিল। এদিন প্রেসিডেন্ট আশরাফ গনি সরকারপন্থি বাহিনীগুলোকে উজ্জীবিত করতে উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরিফে গিয়েছিলেন। এই শহরটির তালেবান বিরোধিতার ঐতিহ্য আছে।
দেশটির সেনাবাহিনীর প্রধান অপরসারণ করা হয়েছে বলে বুধবার বিবিসিকে নিশ্চিত করা হয়েছে। জুন থেকে তিনি এই পদে ছিলেন।
জাতিসংঘের দেওয়া তথ্য অনুযায়ী, গত মাসে আফগানিস্তানে হাজারেরও বেশি বেসামরিক নিহত হয়েছেন।
আশরাফ গনি বুধবার মাজার-ই-শরিফে শহরটির রক্ষার বিষয়ে স্থানীয় উজবেক জনগোষ্ঠীর যুদ্ধবাজ নেতা আব্দুল রশিদ দোস্তাম ও বিশিষ্ট তাজিক নেতা আত্তা মোহাম্মদ নুরের সঙ্গে আলোচনা করেছেন।
রেডক্রসের মহাপরিচালক রবার্ট মারদিনি জানিয়েছেন, হেলমান্দ প্রদেশের রাজধানী লস্কর গায়ের হাসপাতালগুলো ‘মৃতদেহ সামলাতে হিমশিম খাচ্ছে’।
বিভিন্ন অঞ্চলে দুই পক্ষের এসব লড়াইয়ের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও আফগান বিমান বাহিনী দেশটির বিভিন্ন স্থানে তালেবান অবস্থানে বিমান হামলা চালাচ্ছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ