নিজস্ব প্রতিবেদক :
পবিত্র ঈদুল আজহার ছুটিকে কেন্দ্র করে নাড়ির টানে বাড়ি ফিরে যাচ্ছেন ঢাকাবাসী। এতে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। নদী পারাপারে অপেক্ষায় রয়েছে প্রায় দুই হাজারের অধিক যাত্রীবাহী যানবাহন।
শনিবার (১৭ জুলাই) ভোর থেকেই দীর্ঘ যানজটের সৃষ্টি হতে থাকে। এতে দুর্ভোগে পড়েছে পারাপারের অপেক্ষায় থাকা হাজারো যাত্রী।
পাটুরিয়া ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, যানজট নিরসরে হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে। ভোর থেকেই দীর্ঘ ৪ কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে যানজট আরো বাড়বে।
এদিকে দীর্ঘক্ষণ ঘাটে আটকে থাকার কারণে যাত্রীদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন।
পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাম মিয়া জানান, যাত্রীদের বহনকারী যানবাহনগুলো দ্রুত পারাপারের জন্য সব কটি ফেরি চালু করা হয়েছে। বাড়ানো হয়েছে স্বেচ্ছাসেবকদের সংখ্যা।
আরআর/