নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মগবাজার এলাকা থেকে ১৬ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা রমনা বিভাগ। গ্রেফতারকৃতের নাম মোঃ শফিক মন্ডল।
অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার নাজিয়া ইসলাম বলেন, কতিপয় পেশাদার মাদক ব্যবসায়ী মগবাজার চৌরাস্তার হোটেল ডি তাজ এর সামনে মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে তথ্য পায় পুলিশ। এরপর মঙ্গলবার (৩ আগস্ট) ভোর সোয়া ৫টার দিকে অভিযান পরিচালনা করে গোয়েন্দা রমনা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় শফিককে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত হতে একটি প্লাস্টিকের ব্যাগে বিশেষ কায়দায় সিমেন্ট-বালির প্রলেপযুক্ত পাটা-পোতা সদৃশ বস্তুর ভিতরে রক্ষিত ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত শফিক কক্সবাজার হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় পাইকারী দামে বিক্রি করতো বলে জানান পুলিশের এ কর্মকর্তা। এ সংক্রান্তে গ্রেফতারুকৃতের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা রুজু হয়েছে।