পাকিস্তানে আফগানিস্তানের রাষ্ট্রদূতের মেয়েকে কিছুক্ষণের জন্য অপহরণ করে নির্যাতন করেছে অজ্ঞাত একদল অপহারণকারী।
শনিবার আফগানিস্তান সরকারের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাষ্ট্রদূতের কন্যা সিলসিলা আলিখিলকে বাড়ি ফেরার পথে অপহরণ করে কয়েক ঘণ্টা আটকে রেখে ‘গুরুতর নির্যাতন’ করা হয়েছে।
শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অপহরণের এ ঘটনা ঘটে। তবে বিবৃতিতে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
শুধু বলা হয়েছে, “অপহরণকারীদের হাত থেকে ছাড়া পাওয়ার পর আলিখিল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।”
বিবৃতিতে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও আফগান কূটনীতিকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আলিখিল একটি গাড়ি ভাড়া করে ফেরার সময় লাঞ্ছিত হয়েছেন বলে আফগানিস্তানের দূতাবাস তাদের জানিয়েছে।
পুলিশ ‘ন্যাক্কারজনক’ এই ঘটনার তদন্ত করছে এবং রাষ্ট্রদূত ও তার পরিবারের জন্য নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে বলে জানিয়েছে তারা।
প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে শীতল সম্পর্ক বিদ্যমান।
পাকিস্তান তালেবান বিদ্রোহীদের নিরাপদে তাদের ভূখণ্ড ব্যবহার করতে দিচ্ছে বলে অভিযোগ করে আসছে আফগানিস্তান; অপরদিকে ইসলামাবাদের অভিযোগ, কাবুল জঙ্গিদের তাদের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা চালানোর অনুমতি দিচ্ছে।
তবে উভয়েই পরস্পরের অভিযোগ অস্বীকার করে আসছে।