শনিবার | ২৭ জুলাই ২০২৪
Cambrian

পাইরেসির ভয়ে প্রদর্শনী বাতিল

spot_img
spot_img
spot_img

বিনোদন প্রতিবেদক
মেলবোর্ন চলচ্চিত্র উৎসবে আজ ‘রেহানা’র প্রদর্শনী হওয়ার কথা ছিল। কিন্তু গতকাল হঠাৎই অনলাইনে ছবিটি পাইরেটেড হওয়ায় প্রযোজনা প্রতিষ্ঠান প্রদর্শনীটি বাতিল করেছে। সংশ্লিষ্টরা জানিয়েছে, মেলবোর্নে আরও প্রদর্শনী বাতিল হতে পারে।
‘রেহানা মরিয়ম নূর’ ছবির নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু জানান, ‘মেলবোর্নে সিনেমাটির আজ দুটি প্রদর্শনী ছিল। একটি প্রেক্ষাগৃহে, আরেকটি স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রদর্শনীর শিডিউল ছিল। আমরা উৎসব কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে স্ট্রিমিং প্রদর্শনীটি বাতিল করেছি। ২১ তারিখেও স্ট্রিমিং প্রদর্শনী রয়েছে। সেটাও বাতিল করা নিয়ে উৎসব কর্তৃপক্ষের সঙ্গে কথা হচ্ছে। এই মুহূর্তে আমরা উৎসবের স্ট্রিমিং সাইটে সিনেমাটি প্রদর্শন করতে চাচ্ছি না।’
‘রেহানা’র প্রদর্শনী বাতিল করা প্রসঙ্গে বাবু বলেন, ‘আমাদের সিনেমাটি শুধু কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। এরপরে এশিয়া প্যাসিফিক শাখায় সম্প্রতি সিনেমাটি মেলবোর্ন উৎসবের স্ট্রিমিং সাইটে দেখানো হয়। এমনও হতে পারে, অনলাইনে সিনেমাটি দেখে কেউ কপি করে ছড়িয়ে দিয়েছেন। অবৈধ কাজটি যাঁরাই করুন না কেন, আমরা ডিবিতে মামলা করেছি। আশা করছি প্রকৃত অপরাধীর বিচার হবে। আমরাও সিনেমাটি দর্শকদের সামনে আনতে পারব।’
বাংলাদেশের প্রথম কোনো সিনেমা হিসেবে কান উৎসবের আঁ সার্তে রিগা শাখায় মনোনয়ন পায় ‘রেহানা’। দেশের দর্শকদের আগ্রহ বিবেচনা করে প্রযোজকেরা সিনেমাটি দ্রুত প্রেক্ষাগৃহে মুক্তির প্রস্তুতি নিচ্ছিলেন। ছবিটি শিগগির সেন্সরে জমা দেওয়ার কথা ভাবা হচ্ছিল। কিন্তু হঠাৎই সিনেমাটি গতকাল পাইরেসি হয়ে ছড়িয়ে পড়ে। অতি উৎসাহী কেউ কেউ চলচ্চিত্র গ্রুপেও রিভিউ প্রকাশ করেন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ