শনিবার | ২৭ জুলাই ২০২৪
Cambrian

পরীমণি-হেলেনার ব্যাংক হিসাব তলব

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
চিত্রনায়িকা পরীমনি ও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সদস্য হেলেনা জাহাঙ্গীরসহ সাত জনের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। মঙ্গলবার (১০ আগস্ট) সন্ধ্যায় ব্যাংকগুলোতে চিঠি পাঠিয়ে এই তথ্য চাওয়া হয়েছে।

বাকি পাঁচ জন হলেন—ফারিয়া মাহবুব পিয়াসা, মরিয়াম আক্তার মৌ, মিশু হাসান, সালেহ চৌধুরী ওরফে কার্লোস এবং নজরুল ইসলাম।

সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাংকে থাকা পরীমণি ও হেলেনার ব্যাংক হিসাবের বিষয়ে তথ্য পেতে প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ।

প্রত্যেকের বাবা-মা ও স্বামীর নামের সঙ্গে স্থায়ী ঠিকানা ও জাতীয় পরিচয়পত্র নম্বর উল্লেখ করা হয়েছে বিএফআইইউর চিঠিতে।

এই ছয় জন ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব অতীতে অথবা বর্তমানে পরিচালিত হয়ে থাকলে সেই সব হিসাবের যাবতীয় তথ্য (যাবতীয় কাগজপত্রাদিসহ হিসাব খোলার ফর্ম, কেওয়াইসি, ট্রানজেকশান প্রোফাইল, শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী) চাওয়া হয়েছে।

এদের মধ্যে পরীমনির ব্যাংক হিসাবের তথ্য দিতে বলা হয়েছে ১৬ আগস্টের মধ্যে। বাকি পাঁচজনের ব্যাংক হিসাবের তথ্য ১২ আগস্টের মধ্যে চেয়েছে বিএফআইইউ।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ