শনিবার | ২৭ জুলাই ২০২৪
Cambrian

পরিবর্তন আনলো ফেসবুক

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
ফেসবুক তাদের সেটিংস মেনুতে বেশ কিছু পরিবর্তন এনেছে। ব্যবহারকারীদের আরও সহজ পদ্দতির মাধ্যমে নিরাপত্তা, গোপনীয়তা ও অন্যান্য সেটিংস খুঁজতে এবং পরিবর্তন করতে দেয়ার লক্ষ্যে এ পরিবর্তন করা হয়। এমন তথ্য জানিয়েছে সোস্যাল মিডিয়া জায়ান্টটি।
এক ব্লক পোস্টে ফেসবুক জানায়, ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে আমরা ফেসবুক সেটিংস পেজকে নতুন করে সাজিয়েছি, যাতে আমাদের টুল সহজে খুঁজে পাওয়া যায়। আগের সব সেটিংস রেখেই আমরা বিন্যাস সুশৃঙ্খল করেছি।
মানুষ যে বিজ্ঞাপন দেখেন সেটির ব্যবস্থাপনা, শেয়ারিং সেটিংস সমন্বয় বা পোস্টের জন্য দর্শক ঠিক করা যা-ই হোক না কেন, কোন জায়গা থেকে শুরু করতে হবে, সে ব্যাপারে বেশি চিন্তা করা উচিত নয় একজন ব্যবহারকারীর।
ফেসবুক নিউজরুমের তথ্য অনুসারে, সেটিংস এখন ছয়টি বড় শ্রেণীতে বিভক্ত। প্রত্যেকটি শ্রেণীতে কয়েকটি করে সংশ্লিষ্ট সেটিংস রয়েছে। বড় ছয় শ্রেণী হলো অ্যাকাউন্ট, প্রেফারেন্সেস, অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি, পারমিশন, ইওর ইনফরমেশন ও লিগ্যাল পলিসিস।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ