নিজস্ব প্রতিবেদক
চলচ্চিত্র নির্মাতা চয়নিকা চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার বিকেলে রাজধানীর পান্থপথ সিগন্যাল থেকে তাকে আটক করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেয়া হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে ডিবি কার্যালয় থেকে আদালতে নেয়া হবে বলে জানা গেছে।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, আলোচিত নায়িকা পরীমনির বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় চয়নিকা চৌধুরীর সম্পৃক্ততা পাওয়া গেছে। আগে থেকেই তাকে নজরদারিতে রাখা হয়েছে। শুক্রবার বিকেলে একটি বেসরকারী টেলিভিশনের কার্যালয় থেকে ফেরার পথে তাকে আটক করা হয়। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আদালতে নেয়া হবে।