বিনোদন প্রতিবেদক
লাক্স সুপারস্টার ফারিয়া শাহরিন। ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের কল্যাণে অনেকই এখণ তাকে অন্তরা নামে চিনেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন তিনি। ছোটবোনের বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের জন্য গিয়েছেন। ফারিয়া জানালেন, সেখানে গিয়ে ব্যাপক নোংরা মন্তব্যের শিকার হচ্ছেন। নিজের ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে কেমন কদর্য ভাষায় মন্তব্যের শিকার হচ্ছেন, তা একদম খোলামেলা বলেছেন এই অভিনেত্রী।
মাঝেমাঝে মনে হয় মিডিয়ায় যদি না আসতাম তাহলে কি কারো সাহস হতো আমাকে গালি দেওয়ার? দিন শেষ শুনতে হয়।
ফারিয়া বলেন, অনেক সেলিব্রেটি হয়তো এসব ইগনোর করতে পারেন কিন্তু আমি পারি না। রক্ত উঠে যায় মাথায়। এই যে এতো গুলো বছর ভালো থাকলাম এতো অনেস্ট থাকলাম। কত মানুষ কত টাকার লোভ দেখাইলো নিজেকে তাও কন্ট্রোল করলাম। দিনশেষে কি পেলাম আমি?