বৃহস্পতিবার | ১২ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

নিখোঁজ চীনা কর্মীর লাশ উদ্ধার

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
চট্টগ্রামের বাঁশখালীতে নির্মাণাধীন কয়লা বিদ্যুৎকেন্দ্রের নিখোঁজ চীনা শ্রমিকের লাশ পাোয়া গেছে।
বৃহস্পতিবার বিদ্যুৎকেন্দ্রের ভেতরের একটি জলাশয় থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
বাঁশখালী থানার এসআই লিটন চাকমা বলেন, নিখোঁজ শ্রমিকের লাশ জলাশয়ে ভাসতে দেখে সকালে সকালে বিদ্যুৎকেন্দ্র থেকে পুলিশকে জানানো হয়। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
‘ওই শ্রমিকের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
বুধবার বেলা ১১টার দিকে খাবারের বিরতির পর থেকে জিই কিংওয়েন নামের আনুমানিক ৫০ বছর বয়সী ওই চীনা শ্রমিক নিখোঁজ হন বলে পুলিশকে জানিয়েছিল বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ। এরপর থেকে বিভিন্ন স্থানে তাকে খোঁজা হয়।
পুলিশ জানায়, জিই কিংওয়েন বিদ্যুৎকেন্দ্রের ঠিকাদার সিসিপি কোম্পানির অধীনে পাইপলাইনের শ্রমিক ছিলেন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ