যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গাড়িচাপায় মুন্না খান ওরফে বরকত (২২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নবগ্রামে। ‘আমেরিকান-বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশন’ এর যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফ হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, মুন্না ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ড এলাকার বাসিন্দা ছিলেন। তিনি রেস্টুরেন্টের ফুড ডেলিভারির কাজ করতেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ম্যানহাটানে বাইকযোগে ফুড ডেলিভারির সময় একটি গাড়ির চাপায় মুন্না নিহত হন। তার লাশ ম্যানহাটানের বেলভিউ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মো. শরিফ হোসেন জানান, দালালের মাধ্যমে ভারত-মধ্যপ্রাচ্য-ব্রাজিল-মেক্সিকো হয়ে সীমান্ত অতিক্রম করে ৩ বছর আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন মুন্না। জীবিকার তাগিদে মহামারীতেও রেস্টুরেন্টের ফুড ডেলিভারির কাজ করতেন তিনি।