নাটোরের গুরুদাসপুরে লাল টেপে মোড়ানো বোমা সদৃশ ৪টি বস্তু দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকাবাসী খবর দিলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে বোমা সদৃশ বস্তুগুলো ঘিরে রাখে। সোমবার সন্ধ্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত বস্তুগুলো পরীক্ষা নিরীক্ষা করছে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট।
এর আগে সোমবার (১২ জুলাই) দুপুরে গুরুদাসপুর পৌর এলাকার উত্তর নারিবাড়ি মহল্লার নজরুল ইসলামের কীটনাশকের দোকানের সামনে পলিথিন ব্যাগের ভিতর সেগুলো দেখা যায়।
পলিথিন ব্যাগে লাল টেপে মোড়ানো বোমা সদৃশ ৪টি বস্তু দেখে স্থানীয়রা ভয় পেয়ে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনদের সরিয়ে এলাকা ঘিরে রাখে।
বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহী থেকে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে বলে জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা জানিয়েছেন।