মঙ্গলবার | ৮ অক্টোবর ২০২৪
Cambrian

দেশের টিভি চ্যানেলগুলোতে আজ যা থাকছে

spot_img
spot_img
spot_img

দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠানমালা

বিনোদন প্রতিবেদক
সাত দিনব্যাপী ঈদ আয়োজনে ভরপুর দেশের টেলিভিশন চ্যানেলগুলো। নাটক, টেলিছবি, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। ঈদের আগের রাত থেকেই ঈদ উদ্‌যাপন শুরু হয়ে যায় চ্যানেলগুলোতে। চলে সাত দিনের বেশি সময় ধরে। আজ মঙ্গলবার ঈদের সপ্তম দিনে কী থাকছে চ্যানেলগুলোতে, তা নিয়ে থাকল এ আয়োজন।
এটিএন বাংলা
দুপুর ২টা ৪৫ মিনিটে বাংলা ছায়াছবি ‘মনের ঘরে বসত করে’, পরিচালনায় জাকির হোসেন রাজু; অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস, রাজ্জাক, আহমেদ শরীফ। বিকেল ৫টা ৫০ মিনিটে ৭ পর্বের ধারাবাহিক নাটক বগা ফাঁন্দে রচনায় ফজলুল হক আকাশ, পরিচালনায় সকাল আহমেদ।
একুশে টিভি
দুপুর ২টা ৩০ মিনিটে বাংলা চলচ্চিত্র ফাঁদ। অভিনয়ে শাকিব খান, আঁচল প্রমুখ। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সাত পর্বের ঈদের বিশেষ ধারাবাহিক নাটক হালকার উপর ঝাপসা। অভিনয়ে মীর সাব্বির, প্রাণ রায়, নাদিয়া আহমেদ, ওয়ালিউর রহমান রুমিসহ আরও অনেকে।
এনটিভি
বেলা ২টা ২৫ মিনিটে বাংলা ছায়াছবি এক মন এক প্রাণ। পরিচালনায় সোহানুর রহমান সোহান। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস, তমা মির্জা, আলীরাজ, মারুফ, মিশা সওদাগর প্রমুখ।
আরটিভি
২টা ১০ মিনিটে বাংলা ছায়াছবি ধনী গরীবের প্রেম, অভিনয়ে রিয়াজ, শাবনূর প্রমুখ। ৫টা ৩০ মিনিটে বিশেষ সম্পন্ন শিশুদের অনুষ্ঠান ‘এলো খুশির ঈদ’। উপস্থাপনা ও পরিচালনায় সৈয়দা মুনীরা ইসলাম। ৬টায় ৭ পর্বের ধারাবাহিক নাটক চান্দের বুড়ি নোয়াখাইল্লা; রচনা ও পরিচালনায় অরণ্য আনোয়ার, অভিনয়ে তারিন জাহান, রওনক হাসান, আরফান আহমেদ, ফারজানা ছবি, জামিল, সুবর্ণা মজুমদার, উজ্জ্বল প্রমুখ।
দুপুর ২টা ৩০ মিনিটে ঈদের বিশেষ সিনেমা যদি বউ সাজো গো। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে ঈদের বিশেষ সিনেমা তুমি স্বপ্ন তুমি সাধনা। অভিনয়ে শাকিব ও অপু বিশ্বাস।
দীপ্ত টিভি
বিকেল চারটায় টেলিফিল্ম: চরের মাস্টার, পরিচালনায় ভিকি জাহেদ, অভিনয়ে খায়রুল বাসার, সাফা কবীর। বিকেল ৫টা ৩০ মিনিটে ৭ পর্বের ধারাবাহিক নাটক গ্যাংস্টার গণি ভাই, পরিচালনায় মোস্তফা মনন ও ফিরোজ কবির ডলার, অভিনয়ে মীর সাব্বির, তানজিকা আমিন, সুজাত শিমুল, তানভীর, মাসুদ, রোদেলা মির্জা, আনন্দ খালেদ, শিশুশিল্পী মৌমিতা ও আরও অনেকে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ