বৃহস্পতিবার | ১২ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

দুজন যখন মুখোমুখি

spot_img
spot_img
spot_img

বিনোদন ডেস্ক
তারকা ও ট্রল করা ব্যক্তিদের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় জনপ্রিয় অনুষ্ঠান ট্রল পুলিশ। তারপর তাদের মধ্যে চলতে থাকে আলাপ। গতকাল ছিল তাপসী পান্নুর জন্মদিন। এই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে তাপসীকে নানাভাবে হেনস্তা করে, এমন এক ট্রলকে তাঁর মুখোমুখি করে ট্রল পুলিশ। নিজেকে গোপন রেখে ইন্টারনেটে তারকাদের হেনস্তা করার পেছনে কী মনস্তত্ত্ব কাজ করে, সেটাই বুঝতে চেয়েছিলেন পান্নু।
সেই অনুষ্ঠানে এই বলিউড তারকা জানান, ওই ট্রলকারীকে অনেক দিন ধরেই পর্যবেক্ষণ করছিলেন তিনি। তাপসী বলেন, ‘তিনি আমাকে অনুসরণ করেন। আমার সম্পর্কে দেখি সবকিছুই জানেন। এখন আমার পালা তাঁর সম্পর্কে সবকিছু জানা।’
অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন রণবিজয়। ট্রলকারী হলেন লক্ষ্ণৌয়ের আশীষ। তিনি সঞ্চালককে জানান, স্রেফ ভাইরাল হওয়ার জন্যই তিনি ওই বাজে মন্তব্যগুলো করতেন। যখন রণবিজয় তাঁকে সরাসরি একটি বাজে মন্তব্যের বিষয়ে প্রশ্ন করেন, তখন এটি তাঁর না বলে অস্বীকার করেন আশীষ।
তাপসী তখন আশীষকে প্রশ্ন করেন, ‘এটা একটা বড় মন্তব্য ছিল। আপনি কীভাবে এটা ভুলে গেলেন আশীষ?’ এরপর তাপসী সেখানেই আশীষের মন্তব্যটি পড়ে শোনান। আশীষ ওই মন্তব্যে তাপসীর ড্রেস সেন্সের সমালোচনা করে বলেন, ভারতীয় ঐতিহ্যকে লঙ্ঘন করেছেন তাপসী।
এরপর দ্বিতীয় মন্তব্যটিও পড়ে শোনান তাপসী। সেখানে আশীষ লিখেছেন, স্বল্পবসনা ছবি পোস্ট না করলে কেউই তাঁকে ফলো করত না। আর এভাবেই তিনি টাকা কামান। এই মন্তব্য পড়ে তাপসী আর নিজেকে ধরে রাখতে পারেননি। চটে গিয়ে বলা শুরু করেন, ‘এটা দিয়ে আপনি কী বোঝাতে চেয়েছেন? এভাবেই আমি টাকা কামাই? আমাকে একটু বলবেন, কীভাবে আমি আয় করি?’
আশীষের মুখে কিন্তু তখনো হাসির ছাপ। তাপসী তাঁকে হাসা বন্ধ করতে বলেন। মারমুখী হয়ে বলেন, ‘নাম শাবানা দেখেছ? ওটার সব অ্যাকশনই কিন্তু আমি করেছি।’
তাপসী আশীষের মুখোমুখি হয়ে বলেন, ‘একজন স্বাধীন নারী হিসেবে এত কিছু অর্জনের পরও সমাজে পুরুষের কাছ থেকে এহেন ব্যবহার অন্যমাত্রার অপমানের শামিল।’
রাগে একসময় হেঁটে বেরিয়ে যান তাপসী। পরে অবশ্য তাঁর কাছে ক্ষমা চেয়েছেন আশীষ।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ