বুধবার | ৯ অক্টোবর ২০২৪
Cambrian

দাবা দিয়ে শুরু হলো ওয়ালটন- ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল-২০২৩

spot_img
spot_img
spot_img
নিজস্ব প্রতিবেদক
৩ সেপ্টেম্বর রবিবার  দুপুরে ক্র্যাব মিলনায়তনে দাবা ডিসিপ্লিনের খেলা দিয়ে শুরু হলো ওয়ালটন-ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল-২০২৩। দাবায় অংশ নেন ক্র্যাবের ১৭ জন সদস্য।
ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে দাবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন। এ সময় ক্র্যাবের সাধারণ সম্পাদক মামুনূর রশীদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আবু জাফর, দপ্তর সম্পাদক কামাল হোসেন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম ফয়েজ, সাবেক সাংগঠনিক সম্পাদক লতিফ রানা, সাবেক দপ্তর সম্পাদক দেব দুলাল মিত্রসহ ক্র্যাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এবারের ওয়ালটন-ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল-২০২৩-এ প্রথমবারের মত সদস্যদের স্ত্রীদের জন্য থাকছে লুডু খেলা।
অনুষ্ঠানের প্রধান অতিথি ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন বলেন, আমরা চেষ্টা করছি যুবসমাজকে খেলাধূলায় ব্যস্ত রাখতে। বিভিন্ন সাংবাদিক সংগঠনকেও খেলাধুলার চর্চা অব্যাহত রাখতে সহযোগিতা করা হচ্ছে। এটা অব্যাহত থাকবে। আগামীতে ক্র্যাবের যেকোনো স্পোর্টস ফেস্টিভ্যালে বরাবরের মত ওয়ালটন পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল বলেছেন, আশা করছি ওয়াল্টন প্রতি বছর এভাবে আমাদের পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসবেন।
ক্র্যাবের সাধারণ সম্পাদক মামুনূর রশীদ ওয়াল্টনকে পৃষ্ঠপোষকতা করায় ধন্যবাদ জানান।
খেলা পরিচালনা করেছেন শহীদুল ইসলাম ও কামাল হোসেন তালুকদার।
ওয়ালটন-ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল-২০২৩ ইনডোর-আউটডোর ইভেন্টের মধ্যে যা থাকছে:
দাবা
ক্যারম (একক-দ্বৈত)
অকশন ব্রিজ
কল ব্রিজ
শ্যুটিং
ম্যারাথন দৌড়
লুডু (ভাবীদের জন্য)
ফুটবল
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ