শনিবার | ২৭ জুলাই ২০২৪
Cambrian

তো, তুমি লেখক হতে চাও?

spot_img
spot_img
spot_img

জার্মান-আমেরিকান কবি চার্লস বুকাউস্কি’র “সো ইউ ওয়ান্ট টু বি এ রাইটার?” কবিতার বাংলা অনুবাদ

তো, তুমি লেখক হতে চাও?

চার্লস বুকাউস্কি

যদি তা তোমার ভেতর থেকে
বিস্ফোরণের মতো বের হয়ে না আসে,
যতোই অন্য কারণ থাক,
লিখো না।
যদি তোমার না-চাওয়াতেও হৃৎপিন্ড খুঁড়ে,
তোমার মন ও ওষ্ঠ,
এবং নাড়িভুঁড়ি ছিঁড়ে বের হ’য়ে না আসে-
লিখো না।
যদি তোমাকে ব’সে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা
কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে, কিম্বা
ঘাড় বাঁকিয়ে দেখতে হয় টাইপরাইটার,
হাতড়ে বেড়াতে হয় শব্দমালা-
লিখো না।
যদি তোমাকে তা করতে হয় টাকা কিম্বা যশের জন্যে,
লিখো না।
যদি তোমাকে তা করতে হয় শয্যায় নিয়ে যেতে নারী,
লিখো না।
যদি তোমাকে ব’সে ব’সে বার বার কাটাকুটি করতে হয়,
লিখো না।
যদি লেখার ভাবনাটাই কষ্টসাধ্য কাজ মনে হয়,
লিখো না।
যদি তোমাকে অন্য কারোর মতো ক’রে লিখতে হয়,
তাহলে বাদ দাও –

যদি তোমাকে নিজের ভেতর থেকে গর্জন ক’রে বের ক’রে দিতে হয়,
তাহলে ধৈর্য্য ধ’রে অপেক্ষা করো;
যদি তা কখনো ভেতর থেকে গর্জন ক’রে বের না হয়,
অন্য কিছু করো।

যদি তা প্রথমে তোমার স্ত্রীকে বা প্রেমিকা কিম্বা প্রেমিককে
কিম্বা পিতামাতা বা অন্য কাউকে পড়ে শোনাতে হয়,
তার মানে,তুমি প্রস্তুত নও।

অন্য সকল লেখকের মতো হোয়ো না,
অন্য হাজার হাজার লোকজন যারা নিজেদের লেখক দাবি করে
তাদের মতো নিস্তেজ, বিরক্তিকর ভণ্ডামি কোরো না,
আত্মপ্রেমে ম’জে যেও না;
তাদেরই কারণে বিশ্ব পাঠশালা হাই-তুলে তন্দ্রাছন্ন প্রায়,
তাতে আর জ্বালানি দিও না,
লিখো না।

যদি তা তোমার আত্মা বিদীর্ণ ক’রে রকেটের মতো না আসে
সত্তার তাগিদে তা পাগল ক’রে না দেয়,
আত্নহনন অথবা খুনের দিকে ধাবিত না করে,
লিখো না।
যদি তোমার অন্তর্গত সূর্য
তোমার সাহসকে দগ্ধ না করে,
তাহলে লিখো না।

যখন সত্যিকারের সময় হবে
এবং যদি তা তোমাকেই নির্বাচিত ক’রে থাকে
তবে তা নিজেই লেখাবে
এবং প্রতিনিয়ত লেখাবে
যতদিন তোমার মৃত্যু না হয়,
কিম্বা তোমার ভেতরেই লেখার মরণ না ঘটে;

যার বাইরে আর কিচ্ছু হতে পারে না।

এর বাইরে কখনোই কিচ্ছু ছিল না।

অনুবাদ : সেজান মাহমুদ

চার্লস বুকাউস্কি’র সংক্ষিপ্ত পরিচিতি

চার্লস বুকাউস্কি জার্মান-আমেরিকান কবি, উপন্যাসিক, গল্পকার। জন্ম-নাম হেনরিক কার্ল বুকাউস্কি। ব্যক্তিগত জীবনে যেমন খ্যাপাটে, তেমনি লেখাতে ও জীবন দর্শনেও বিতর্কিত ছিলেন। তাই তাকে উপেক্ষা করতে পারে না কেউ। তার কবিতা, গল্প ও উপন্যাসের বিষয় সাধারণ খেটে খাওয়া মানুষ এবং গৃহহীন ভবঘুরেদের জীবন, সংস্কৃতি। নিজের জীবন-যাপনও ছিল অনেকটা তাদেরই মতো। মদ, নারী-সম্পর্ক, ড্রাগ আসক্তি আর বোহেমিয়ান জীবন। তাই, টাইম ম্যাগাজিন তাঁকে নাম দিয়েছিল “লরিয়েট অব আমেরিকান লো-লাইফ”। লিখেছেন হাজার হাজার কবিতা, শত শত ছোটগল্প, ছয়টি উপন্যাস, মোট ষাটটি গ্রন্থ প্রকাশিত। তাঁর এই খ্যাপাটে মনের পরিচয় পাওয়া যায় কাব্যগ্রন্থের নাম থেকেও; যেমন “পোয়েমস রিটেন বিফোর জাম্পিং আউট অফ অ্যান ৮ স্টোরি উইন্ডো”। কিন্তু পপ-কালচারে তার সরব অবস্থান প্রমাণ করে কেমন জনপ্রিয়ও ছিলেন। তাকে নিয়ে সংগীতের জগত যেমন গান লিখেছে, কনসার্ট করেছে, তেমনি চলচ্চিত্র জগতে নির্মাণ করেছে সিনেমা, সাহিত্যমহলও তার জীবনের আদল নিয়ে রচনা করেছে গ্রন্থমালা। চার্লস বুকাউস্কি হিটলারকে প্রশংসা করে সবচেয়ে বিতর্কিত হয়েছিলেন। একারণেই আমেরিকায় তার মূল্যায়ন হয়েছে কম কিন্তু ব্যাপক খ্যাতি পেয়েছিলেন ইউরোপে, বিশেষ করে জর্মানিতে। তার কবিতা “সো ইউ ওয়ান্ট টু বি এ রাইটার?” মনে হয় সকল লেখক, কবির জন্যে প্রযোজ্য। চার্লস বুকাউস্কি ১৯৯৪ সালের মার্চের চার তারিখে রক্তের-ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ