শনিবার | ২৭ জুলাই ২০২৪
Cambrian

তিন ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল স্বাভাবিক

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় আজ বৃহস্পতিবার লাইনচ্যুত হওয়া ট্রেনটি উদ্ধার করা হয়েছে। ট্রেনটি উদ্ধারের ফলে প্রায় তিন ঘণ্টা পর বেলা পৌনে তিনটার দিকে ওই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
জয়দেবপুর রেল জংশনের স্টেশনমাস্টার রেজাউল করিম জানান, আজ সকালে জামালপুর থেকে ছেড়ে আসা জামালপুর কমিউটার ট্রেনটি ঢাকায় যাচ্ছিল।
দুপুর পৌনে ১২টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় পৌঁছায়। এ সময় হঠাৎ ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ট্রেনটি থেমে যায়। ওই ঘটনার পর থেকে জয়দেবপুর স্টেশনে ঢাকাগামী চাঁপাইনবাবগঞ্জের একটি লোকাল ট্রেন এবং টঙ্গী স্টেশনে একতা এক্সপ্রেস ট্রেনটি যাত্রাবিরতি করে। ঘটনার পর থেকে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. শহীদুল্লাহ জানান, ধীরাশ্রম স্টেশনে পৌঁছানোর আগেই ঢাকাগামী কমিউটার ট্রেনের ইঞ্জিনের তিনটি চাকা লাইনচ্যুত হয়।
একপর্যায়ে উদ্ধারকর্মী দল লাইন থেকে ট্রেনটি সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় প্রায় তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। এতে বিভিন্ন স্টেশনে বেশ কিছু ট্রেন আটকা পড়ে। ট্রেন লাইনচ্যুতের ঘটনায় কেউ হতাহত হয়নি।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ