মঙ্গলবার | ৮ অক্টোবর ২০২৪
Cambrian

‘তালেবান নারী অধিকার লঙ্ঘন করছে’

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
আফগানিস্তানে তালেবানের দখল করা এলাকাগুলোয় নারীদের অধিকার লঙ্ঘন করা হচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
স্থানীয় সময় শুক্রবার (১৩ আগস্ট) সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
জাতিসংঘ মহাসচিবের বরাত দিয়ে এএফপি খবরে বলা হয়, তালেবানের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোয় মানবাধিকার লঙ্ঘনের খবরে শঙ্কিত তারা। বিশেষ করে নারী ও সাংবাদিকদের অধিকার লঙ্ঘন করছে তালেবান।

এ সময় বেসামরিক লোকজনের ওপর হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব। একে যুদ্ধাপরাধ বলেও আখ্যায়িত করেছেন তিনি।

এদিকে জাতিসংঘের কোনো কর্মীকে আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া হবে না বলে জানিয়েছেন জাতিসংঘের প্রধান।

তালেবান দমনে রীতিমতো হিমশিম খাচ্ছে আফগান সরকার। এরই মধ্যে বালখ প্রদেশের অনেকটাই ঘিরে ফেলেছে তালেবান যোদ্ধারা। বৃহস্পতিবার পর্যন্ত দেশটির ৩৪টির মধ্যে ১৮টি প্রাদেশিক রাজধানীর পতন ঘটেছে তালেবানের হাতে।
হোয়াইট হাউস মুখপাত্র নেড প্রাইস বলেন, আমরা, দূতাবাস বন্ধ করছি না, এমনকি সব কর্মকর্তাকেও প্রত্যাহার করে নিচ্ছি না। আমরা কেবল এর পরিসর কমিয়ে আনছি। নিরাপত্তার স্বার্থে অধিকাংশ দূতাবাস কর্মকর্তাকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দূতাবাসে বেসামরিক নাগরিকদের চলাচলও সীমিত করা হচ্ছে।

এদিকে আফগানিস্তানজুড়ে সংঘাতের মধ্যেই কাতারের রাজধানী দোহায়, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের মধ্যস্থতায় আফগান সরকার এবং তালেবানের মধ্যে শান্তি আলোচনা শুরু হয়েছে। বৃহস্পতিবার, আফগান সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা।

এতে সংঘাত বন্ধে দু’পক্ষের মধ্যে সমঝোতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গেছে। শুক্রবার, একই বিষয়ে তালেবান প্রতিনিধিদের সঙ্গে আলাদা বৈঠকের কথা রয়েছে মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতিনিধিদের।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ