ক্র্যাবনিউজ ডেস্ক
মাত্র দশ দিনে ঝটিকা অভিযানে আফগানিস্তানের বেশিরভাগ এলাকা দখলে নিয়ে তালেবান বাহিনী রাজধানী কাবুলে ঢুকে পড়ে। এরপর ‘শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের’ প্রক্রিয়ার মধ্যেই দেশ ছাড়ার খবর এসেছে প্রেসিডেন্ট আশরাফ গানির।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স রোববার জানিয়েছে, আশরাফ গানি এরইমধ্যে তাজিকিস্তানের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন।