নিজস্ব প্রতিবেদক
আফগানিস্তানে ক্ষমতা দখল করা গোঁড়া ইসলামী দল তালেবানকে স্বীকৃতি না দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি।
তালেবান আফগানদের সমর্থনে সরকার গড়লে তাদের সঙ্গে সম্পর্কে আপত্তি নেই বলে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের বক্তব্য আসার পরদিনই এই আহ্বান এল।
মঙ্গলবার একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির কেন্দ্র, জেলা, উপজেলা ও বৈদেশিক শাখাগুলোর প্রতিনিধিদের নিয়ে বিশেষ এক সভায় এ আহ্বান জানানো হয় বলে সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু জঙ্গি, মৌলবাদী সন্ত্রাসের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতার নীতি ঘোষণা করেছেন, সেহেতু আমরা আফগানিস্তানে মৌলবাদী সন্ত্রাসী তালেবানের অবৈধ ক্ষমতা দখলকে স্বীকৃতি প্রদান না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”
একই সঙ্গে তালেবানের নিপীড়নের শিকার বিপন্ন আফগান বিশেষভাবে নারী এবং উদারনৈতিক বুদ্ধিজীবী, সমাজকর্মী, সংস্কৃতিসেবী, রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মীদের প্রতি সহমর্মিতাও জানিয়েছে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি।