স্পোর্টস ডেস্ক
পুলের নীল জলে এবার একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন যুক্তর্রাষ্টের ক্যালেব ড্রেসেল। আসরের আগে খুব একটা আলোচনায় ছিলেন না এই সাঁতারু। কিন্তু টোকিওতে যেন সব আলো নিজের দিকে কেড়ে নেওয়ার পণ করে সামনে এসেছেন ড্রেসেল। সাঁতারের সবচেয়ে সংক্ষিপ্ত ডিসিপ্লিন ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে এবার গড়লেন নতুন অলিম্পিক রেকর্ড। ২১ দশমিক শূন্য সাত সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জয় করেন এই সাঁতারু।
এর আগে ১০০ মিটার বাটারফ্লাইয়েও স্বর্ণ জিতেছিলেন ড্রেসেল। রুপা পেয়েছেন ফ্রান্সের ফ্লোরেন্ট মানাদু। ব্রাজিলের ব্রুনো ফাটাস পেয়েছেন ব্রোঞ্জ। চার স্বর্ণের পর ড্রেসেলের অপেক্ষা ছিল পঞ্চম পদকের। চার গুণিতক ১০০ মিটার মিডলে রিলে ইভেন্টে ড্রেসেলের দিকে তাকিয়ে ছিলেন সতীর্থরা। এখানেও হতাশ করেননি তিনি। ৩ মিনিট ২৬ দশমিক সাত আট সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছে যুক্তরাষ্ট্র। ব্যাকস্ট্রোকে শুরুতে রায়ান মারফি লিড এনে দেন। সে লিড ধরে রাখেন অন্য সতীর্থরাও। এ ইভেন্টের মধ্যে ড্রেসেল জয় করে নিলেন টোকিও অলিম্পিকে নিজের পঞ্চম স্বর্ণ।
নারীদের ৪ গুণিতক ১০০ মিটার মিডলে রিলে ইভেন্টে স্বর্ণ জয় করেছে অস্ট্রেলিয়া। তারা সময় নিয়েছেন ৩ মিনিট ৫১ দশমিক ছয় শূন্য সেকেন্ড। শূন্য দশমিক এক তিন সেকেন্ডের ব্যবধানে হেরে রুপা জয় করে যুক্তরাষ্ট্র। ব্রোঞ্জ জিতেছে কানাডা। যদিও প্রথম ৫০ মিটারে এগিয়ে ছিলেন কানাডার কাইল মাসি। ১৫০ মিটার যেতে লিড পান যুক্তরাষ্ট্রের লিডিয়া। তবে, শেষটায় বিজয়ীর হাসি হাসেন অস্ট্রেলিয়ার ক্যাট ক্যাম্পবেল।
পুরুষদের ১৫০০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ জিতেছেন যুক্তরাষ্ট্রের রবার্ট ফিঙ্কে। ১৪ মিনিট ৩৯ দশমিক ছয় পাঁচ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জয় করেন তিনি। রৌপ্য জয় করেছেন ইউক্রেনের মিখাইলো। ব্রোঞ্জ ঘরে তুলেছেন জার্মানির ফ্লোরিয়ান ওয়েলব্রোক।
নারীদের শট পুটে স্বর্ণ জয় করেছেন চীনের গং লিজিয়াং। ২০ দশমিক ৫৮ মিটার নিক্ষেপ করে এ সাফল্য পান তিনি। রুপা জয় করেছেন যুক্তরাষ্ট্রের রেভেন সাউন্ডার্স। ব্রোঞ্জ পেয়েছেন নিউজিল্যান্ডের অ্যালিরি।
এরইমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে এবারের আসরে প্রথম যোগ হওয়া বিএমএক্স সাইক্লিং। পুরুষদের পার্ক ইভেন্টে স্বর্ণ জিতেছেন অস্ট্রেলিয়ার লোগান মার্টিন। ৯৩ দশমিক তিন শূন্য স্কোর গড়েন তিনি। রুপা পেয়েছেন ভেনেজুয়েলার ড্যানিয়েল ধেরস। ব্রোঞ্জ পেয়েছেন যুক্তরাজ্যের ড্যাক্লান ব্রুকস