নিজস্ব প্রতিবেদক
দেশে ডেঙ্গু ও ডেঙ্গুর উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে আগস্ট মাসেই এ সংখ্যা ২ হাজার ৫৩৪।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯০৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।
আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু ও ডেঙ্গুর উপসর্গ নিয়ে ২১৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ঢাকায় ১৮৮ জন ও ঢাকার বাইরে ২৫ জন।
ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা আজ পর্যন্ত ৮৪১। দেশের অন্যান্য বিভাগের হাসপাতালগুলোয় ভর্তি আছে আরও ৬৬ জন রোগী।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ আগস্ট পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ হাজার ১৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে আগস্ট মাসে এখন পর্যন্ত ভর্তি হয়েছে ২ হাজার ৫৩৪ জন। এ বছরে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪ হাজার ২৬৩ জন।
দেশে ডেঙ্গুর উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ২২টি মৃত্যুর তথ্য রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) কাছে এসেছে। পর্যালোচনা শেষে আইডিসিআর নিশ্চিত করবে আসলে এই মৃত্যুগুলো ডেঙ্গুতে ছিল কি না।