শনিবার | ২৭ জুলাই ২০২৪
Cambrian

ডমিঙ্গোর সঙ্গে চুক্তি বৃদ্ধির ইঙ্গিত

spot_img
spot_img
spot_img

স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ডমিঙ্গোকে রেখে দেওয়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিসিবি। বিসিবি সভাপতি নাজমুল হাসান বিষয়টি জানিয়েছেন।
আজ জাতীয় শোক দিবস উপলক্ষে বিসিবি কার্যালয়ে দুস্থদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে এসে বিসিবি সভাপতি বলেছেন, ‘এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ডমিঙ্গোর মেয়াদ এই বিশ্বকাপ পর্যন্ত আছেই। এখন চুক্তির মেয়াদ বাড়ানোর সম্ভাবনাই সবচেয়ে বেশি। কিন্তু এখন পর্যন্ত এই সিদ্ধান্ত আমরা তাঁকেও জানাইনি বা আমরা নিজেদের মধ্যেও আলোচনা করিনি।’
চুক্তির মেয়াদ বাড়ালে সেটা কত দিনের হবে, এমন প্রশ্নে নাজমুল হাসান বলেছেন, ‘আমরা এখন এক বছরের জন্য চিন্তাভাবনা করছি। সামনে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। আপাতত এ দুই টি-টোয়েন্টি বিশ্বকাপই আমাদের মাথায় আছে। তারপর সবার সঙ্গে কথা বললে আরও বুঝতে পারব।’
বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার পর মুদ্রার এপিঠ-ওপিঠ দুটোই দেখেছেন ডমিঙ্গো। ২০১৯ সালের আগস্টে দায়িত্ব নেওয়ার পরেই বাংলাদেশ ঘরের মাঠে টেস্ট হেরেছে আফগানিস্তানের কাছে। তাঁর সময়ে বাংলাদেশ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও টেস্ট সিরিজ হেরেছে। এ ছাড়া বিদেশের মাটিতে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডে সিরিজ হারের ব্যর্থতা তো আছেই।
সাম্প্রতিক সময়ে অবশ্য ডমিঙ্গো সাফল্যের মুখ দেখতে পেয়েছেন। গত মার্চে নিউজিল্যান্ড সফরের পর শ্রীলঙ্কায় গিয়ে বাংলাদেশ টেস্ট ড্র করে। এরপরই ঘরের মাঠে শ্রীলঙ্কাকে ওয়ানডে সিরিজে হারিয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ে সফরে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জয় আসে শ্রীলঙ্কার সাফল্যের পরেই। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্মৃতি তো এখনো তরতাজা।
কদিন আগেই বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দিয়েছেন আরেক দক্ষিণ আফ্রিকান অ্যাশওয়েল প্রিন্স। তাঁর সঙ্গে বিসিবির চুক্তি ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। জাতীয় দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের সঙ্গে বিসিবির চুক্তি অবশ্য এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। পেস বোলিং কোচ ওটিস গিবসনের সঙ্গে বিসিবির দুই বছরের চুক্তি শেষ হবে ২০২২ সালের জানুয়ারি মাসে। সব ঠিক থাকলে প্রত্যেকের চুক্তিই ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হবে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ