শনিবার | ২৭ জুলাই ২০২৪
Cambrian

ট্রাক-পিকআপ সংঘর্ষে ২ সেনাসদস্য নিহত

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
সিরাজগঞ্জে ট্রাকের সঙ্গে সেনাবাহিনীর পিক-আপের মুখোমুখি সংঘর্ষে দুই সেনাসদস্য নিহত ও তিনজন আহত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সীমান্ত বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন সৈনিক দীপঙ্কর (২২) ও করপোরাল মেহেদী (৩৫)।
আহতরা হলেন সার্জেন্ট ফিরোজ (৩৭), সৈনিক মাইনুল (২১) ও ল্যান্স করপোরাল ইমরান (৩০)। এদের মধ্যে গুরুতর আহত ফিরোজকে ঢাকায় পাঠানো হচ্ছে। বাকি দুজনকে বঙ্গমাতা শেখ ফুজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থানার ওসি মোসাদ্দেক হোসেন জানান, সন্ধ্যা ৭টায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী পণ্যবাহী একটি ট্রাকের সঙ্গে নলকা থেকে যমুনা সেতুমুখী সেনাবাহিনীর টহলরত একটি পিক-আপের সংঘর্ষ হয়। এতে সেনাবাহী পিক-আপটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকটি উল্টে পড়ে।
“আহত পাঁচজনকে বঙ্গমাতা শেখ ফুজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।”
সিরাজগঞ্জ শহরের ২ নম্বর পুলিশ ফাঁড়ির পরিদর্শক তরিকুল ইসলাম জানান, আহতদের মধ্যে ফিরোজের অবস্থা আশঙ্কাজনক। তাকে হেলিকপ্টারে ঢাকা পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
পিক-আপের সেনাসদস্যরা বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ে অবস্থিত সেতু-রক্ষণাবেক্ষণে নিয়োজিত সেনা ক্যাম্পের সদস্য।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ