মঙ্গলবার | ১০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

জিম্বাবুয়ে সফর শেষে দেশে টাইগাররা

spot_img
spot_img
spot_img

স্পোর্টস ডেস্ক :
জিম্বাবুয়ে সফর শেষে ঢাকায় পা রেখেছে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার সকাল নয়টায় দেশে ফিরেছেন সাকিব-মাহমুদউল্লাহরা।
বিমানবন্দর থেকে সরাসরি অস্ট্রেলিয়া সিরিজের জৈব সুরক্ষাবলয়ে প্রবেশ করেছে বাংলাদেশ দল। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে তিন দিনের কোয়ারেন্টিন শেষে মাঠে ফিরবেন জাতীয় দলের ক্রিকেটাররা।
বাংলাদেশ দল জিম্বাবুয়ে থেকে ফিরেছে বড় সাফল্য নিয়ে। প্রায় এক মাসের দীর্ঘ সফরে জিম্বাবুয়েকে একমাত্র টেস্টে হারানোর পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ দল।
টি-টোয়েন্টি সিরিজেও জিম্বাবুয়েকে হারিয়েছে ২-১ ব্যবধানে। জিম্বাবুয়ে সিরিজ শেষ হতে না হতেই এবার শুরু হতে যাচ্ছে অস্ট্রেলিয়া সিরিজ।
বাংলাদেশের মতোই টানা খেলার মধ্যে আছে অস্ট্রেলিয়া। আজ বিকেলে ঢাকায় পা রাখার কথা অস্ট্রেলিয়া দলের। সব ঠিক থাকলে বিকেল চারটায় ওয়েস্ট ইন্ডিজের বারবাডোজ থেকে ভাড়া করা বিমানে আসবে ৩২ সদস্যের অস্ট্রেলিয়া দল।
টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডে সিরিজ জিতে আত্মবিশ্বাস নিয়েই বাংলাদেশে আসছেন মিচেল স্টার্করা। বাংলাদেশ দলের মতো তাদেরও মাঠে নামার আগে তিন দিনের কোয়ারেন্টিন করতে হবে।
কোয়ারেন্টিন শেষে দুই দিনের অনুশীলনের পর আগামী মঙ্গলবার শুরু হবে দুই দলের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৩ থেকে ৯ আগস্ট পর্যন্ত মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পাঁচটি টি–টোয়েন্টি খেলবে দুই দল। সম্ভাব্য দ্রুততম সময়ে সিরিজটি শেষ করতেই পাঁচটি ম্যাচ হবে সাত দিনের মধ্যেই।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ