করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতির অবনতির কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্নাতক-স্নাতকোত্তর পর্যায়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
পরিস্থিতির উন্নতি হলে পরীক্ষার নতুন সূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইমদাদুল হক।
তিনি বলেন, “মিনিমাম চার সপ্তাহ আগে নোটিস দিয়ে তারিখ জানানো হবে। যাতে করে শিক্ষার্থীরা প্রস্তুতি নিতে পারে, আসতে পারে, থাকার জায়গা ঠিক করতে পারে।”
এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আটকে থাকা পরীক্ষাগুলো ১০ আগস্ট থেকে সশরীরে নেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছিল।