বুধবার | ৯ অক্টোবর ২০২৪
Cambrian

জগজিৎ কৌর আর নেই

spot_img
spot_img
spot_img

বিনোদন ডেস্ক
চলে গেলেন ভারতের প্লেব্যাক শিল্পী জগজিৎ কৌর। তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি প্রয়াত সংগীতজ্ঞ সুরকার মোহাম্মদ জহুর খৈয়ামের স্ত্রী। পঞ্চাশের দশকে চলচ্চিত্রে গান করা শুরু করেন জগজিৎ কৌর। ‘উমরাওজান’, ‘বাজার’, ‘শোলে অউর শবনম’, ‘রাজিয়া সুলতানা’সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন তিনি।
জগজিৎ কৌরের পরিচিত ও জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘বাজার’ ছবির ‘দেখ্ লো আজ হামকো’ এবং ‘শোলে আউর শবনম’ ছবির ‘প্যাহলে তো আখ মিলানা’। খৈয়াম–জগজিৎ কৌর কেপিজি চ্যারিটেবল ট্রাস্টের মুখপাত্র প্রীতম শর্মা সংবাদমাধ্যমকে জগজিৎ কৌরের মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছেন, মুম্বাইয়ের জুহুতে নিজ বাসভবনে রোববার ভোর ৬টার দিকে জগজিৎ কৌর শেষনিশ্বাস ত্যাগ করেন। তিনি বাধর্ক্যজনিত নানা অসুখে ভুগছিলেন। আজ রোববার পবনহংস শ্মশানে তাঁর শেষকৃত্যের কথা রয়েছে।
২০১৯ সালের ১৯ আগস্ট ৯২ বছর বয়সে তাঁর স্বামী ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সংগীত পরিচালক মোহাম্মদ জহুর খৈয়াম হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান। ১৯৫৪ সালে তাঁরা বিয়ে করেছিলেন। স্বামীর সুরে ১৯৮১ সালে ‘উমরাওজান’ ছবিতে গেয়েছিলেন জগজিৎ।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ