বৃহস্পতিবার | ১২ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

চোখের জলে নির্মাতা সাজ্জাদ সনিকে বিদায়

spot_img
spot_img
spot_img

বিনোদন ডেস্ক
তরুণ নির্মাতা, সংস্কৃতিকর্মী ও ডিরেক্টরস গিল্ডের অর্থ সম্পাদক সাজ্জাদ সনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে গতকাল শনিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
সাজ্জাদ সনির মৃত্যুর খবর নিশ্চিত করেছে নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। সাজ্জাদ সনির মৃত্যুতে সংগঠনটিসহ বিনোদন অঙ্গনের মানুষ শোক প্রকাশ করেছেন।
গতকাল দুপুরে সাজ্জাদ সনির মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। প্রথমে তাঁকে উত্তরার ক্রিসেন্ট হাসপাতাল এবং পরে হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়। অবস্থা অপরিবর্তিত থাকলে সেখান থেকে আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়।
আজ রোববার বেলা সাড়ে ১১টায় সাজ্জাদ সনির মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে রাখা হয়। দুপুর ১২টায় সেখানে প্রথম জানাজা এবং তার নিজ এলাকা নিকুঞ্জ ২ কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।
প্রায় ২০টি নাটক বানিয়েছেন সাজ্জাদ সনি। এর মধ্যে ‘নাগর’, ‘আজও কাঁদায়’, ‘কেউ কথা রাখেনি’ উল্লেখযোগ্য।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ